Saturday , 1 April 2023
আপডেট
Home » অনলাইন » পাকিস্তানের সেনাপ্রধানের মেয়াদ বাড়ল তিন বছর
পাকিস্তানের সেনাপ্রধানের মেয়াদ বাড়ল তিন বছর
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া

পাকিস্তানের সেনাপ্রধানের মেয়াদ বাড়ল তিন বছর

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার মেয়াদ আরও তিন বছর বৃদ্ধি করেছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী ইমরান খান তার মেয়াদ বাড়ানোর অনুমোদন দিয়েছেন বলে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন পিটিভির বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে দৈনিক ডন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সময়ে জেনারেল বাজওয়া দেশটির ১৬তম সেনাপ্রধান হিসেবে নিয়োগ পান। ২০১৬ সালের ২৯ নভেম্বর পূর্বসূরী জেনারেল রাহিল শরীফের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি। কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই তার মেয়াদ বাড়ানো হলো।
১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর পাকিস্তানের প্রায় ৭০ বছরের ইতিহাসে সেনাবাহিনী প্রায় অর্ধেক সময় দেশের শাসন ক্ষমতায় ছিল। সেনাশাসকদের সবাই ছিলেন দেশটির সেনাপ্রধান যারা কোনো না কোনোভাবে রাজনৈতিক সরকারের নিয়োগপ্রাপ্ত।
পাকিস্তানের যেকোনো গণতান্ত্রিক সরকারের কাছেই সঠিক সেনাপ্রধান নিয়োগ একটি বড় চ্যালেঞ্জ বলে দেশটির সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা যায়। উল্লেখ্য, পাকিস্তানের নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*