আজকের প্রভাত প্রতিবেদক : প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) ফেইজ ২ প্রকল্পের মাধ্যমে পরিচালিত ২০১৮ সালে আনন্দ স্কুল থেকে ৭১জন জিপিএ-৫প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কনফারেন্স রুমে এসব কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ আকরাম আল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির ও অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ, বিশ্ব্যাংক এর টাস্ক টীম লিডার সাইদ রাশেদ আল জায়েদ (যশ)। সভাপতি হিসেবে বক্তব্য রাখেন রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) ফেইজ ২ এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ দেলওয়ার হোসেন।
