ডেস্ক রিপোর্ট: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজাকে নিয়োগ দিয়েছে সরকার।
এ ছাড়া বাংলাদেশ ট্যারিফ কমিশনের (বিটিসি) চেয়ারম্যান (সচিব) পদে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর রহমান। এই দুজনকে নিয়োগ দিয়ে আজ মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এদিকে একই দিন অন্য এক আদেশে প্রবাসী কল্যাণের সচিব রৌনক জাহান এবং বিটিসির চেয়ারম্যান জ্যোতির্ময় দত্তকে তাদের চাকরিজীবন শেষ হওয়ায় অবসরের সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়য়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
