চট্টগ্রামের পিটস্টপ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেল গিগাবাইট ডিলার মিট

তথ্য ও প্রযুক্তি ডেস্ক: ২১শে অক্টোবর চট্টগ্রামের পিটস্টপ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেল ‘গিগাবাইট ডিলার মিট ২০১৯’। উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্মার্ট টেকনোলজির পরিচালক মো: জাফর আহমেদ। অনুষ্ঠানটিতে আরও ছিলেন গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো: আনাস খান এবং প্রোডাক্ট ম্যানেজার তানজিম চৌধুরী । আরো উপস্থিত ছিল সব গিগাবাইট পার্টনার । এ অনুষ্ঠানে গিগাবাইট এবং অরাসের নতুন ৩টি গেমিং মনিটর মডেল প্রদর্শিত হয় ওরাস সিভি২৭এফ, ওরাস এডি২৭কিউডি, ওরাস কেডি২৫এফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *