রাজধানীর মাল্টিপ্ল্যানে শুরু হয়েছে দুই দিনের অরাস উইক ডে

তথ্য ও প্রযুক্তি ডেস্ক : রাজধানীর মাল্টিপ্ল্যানে শুরু হয়েছে দুই দিনের ‘অরাস উইক ডে ২০১৯’। অনুষ্ঠানে বিভিন্ন বিক্রেতার দোকানে গিগাবাইট এবং অরাসের নতুন পণ্য প্রদর্শিত করা হবে এবং গেম সম্পর্কে অভিজ্ঞতা,ক্রেতাদের জন্য স্ক্রাচ এবং উইন অফারসহ নানা আয়োজন থাকবে তাছাড়াও গিগাবাইট পণ্য প্রদর্শনের জন্য বুথ যেখানে বিভিন্ন পণ্য উদ্বোধন করার সাথে সাথে কুইজ খেলানো হবে ।
গিগাবাইট জানায়, অনুষ্ঠানের বিশেষ আকর্ষণীয় দিক গুলা হলো-ওরাস ভিআর : গেমস অন পাবজি /কল অফ ডিউটি/ সিএসগো- ওরাস মনিটর : ফার্স্ট লুক অফ ওয়ার্ল্ড’স ফার্স্ট “ট্যাক্টিক্যাল মনিটর”- লাইভ গেমিং : এক্সপেরিএন্স অন আরটিএক্স লেটেস্ট লাইনআপ উইথ ওরাস এক্সক্লুসিভ ফিচারস কার উইল : গেম ফোর্জা হরাইজন ৪, কুইজ টাইম : ইনারএক্টিভ কুইজ কনটেস্ট, ওরাস গেমিং পিসি : গেম অন পাবজি /কল অফ ডিউটি/ সিএসগো। আরো জানানো হয়, কুইজ খেলাসহ প্রোডাক্ট ডিসপ্লেতে থাকবে ওরাস এডি২৭কিউডি গেমিং মনিটর, এক্স৫৭০ ওরাস মাষ্টার মাদারবোর্ড, ওরাস জিফোর্স® আরটিএক্স ২০৮০ সুপার™ ৮জি গ্রাফিক্স কার্ড, গিগাবাইট ১টিবি এসএসডি, ওরাস আরজিবি র‌্যামসহ আরও অনেক আকর্ষণীয় প্রোডাক্ট।
এছাড়াও, স্ক্র্যাচ কার্ডকার্ড জিতে নিলে বেশ কিছু আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা আছে। প্রধান অতিথি হিসেবে আছেন দক্ষিণ এশিয়ার রিজিওনাল ম্যানেজার অ্যালেন সু এবং গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মোঃ আনাস খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *