সিলেটে গিগাবাইট গেমারস নাইট অনুষ্ঠিত

তথ্য ও প্রযুক্তি ডেস্ক : গত ১২ নভেম্বর সিলেটে গেমার্স আর্ক ক্যাফেতে অনুষ্ঠিত হয়ে গেল ”গিগাবাইট গেমারস নাইট ২০১৯ ” উন্নত প্রযুক্তির মাধ্যমে গেমাররা যাতে আরও নতুন সুবিধা ও সহজে খেলার পরিবেশ খুঁজে পায় এবং অরাস ও গিগাবাইটের প্রোডাক্ট নিয়ে বিস্তারিত জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মোঃ আনাস খান , সিনিয়র এক্সিকিউটিভ গাজী রহমান ও গেমার্স আর্কের মালিক মাহবুবুল হাসান মিশু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *