এস এম খুররম আজাদ, জামালপুর (সরিষাবাড়ি) প্রতিনিধিঃ জামালপুরের দৈনিক পল্লিকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার শেলু আকন্দকে রড দিয়ে পিটিয়ে দুটি পায়ের হাড় ভেঙ্গে ফেলা হয়েছে বলে জানা গেছে। গত ১৮ ডিসেম্বরে শেলু আকন্দ তার নিজ বাস ভবন দেওয়ান পাড়া থেকে বেরিয়ে ব্রক্ষ্মপুত্র নদের পাড়ে বাইপাস সড়কে ডায়াবেটিস নিয়ন্ত্রণে হাঁটাহাঁটি করার সময় প্রায় আট দশজন সন্ত্রাসী তাকে আক্রমণের পর রড দিয়ে বেধড়ক পিটুনি দিয়ে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়।
পথিমধ্যে শেলু আকন্দকে গুরুতর আহত অবস্থায় দেখতে পায় এলাকার লোকজন। তৎক্ষণাৎ তড়িঘড়ি করে তারা জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দেয়। অতঃপর দুটি পায়ের হাড় ভেঙ্গে যাওয়ায় জরুরী ও উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। এমন অমানবিক নির্মম নির্যাতনের বিষয়টি জানার পর সরিষাবাড়িস্থ অনুসন্ধিৎসু বার্তাবাহকরা তীব্র নিন্দা জানানোর পর বলেন, এ যেন মানবতাকে হত্যা!! ১৯ সে ডিসেম্বর তার (শেলু আকন্দ) বড় ভাই একটি মামলা দায়ের করে। ঐ মামলার আসামি ঐদিন রাকিবুল হাসান রাকিবকে ধৃত করেন জামালপুর সদর থানা পুলিশ। মানবতাবাদী কাজে নিয়োজিত থাকা গণমাধ্যমকর্মী রাষ্ট্রীয় তিনটি অংগকে তথ্য জানানো অতঃপর জনগণকে অবহিত করণে দোষি ব্যক্তি দুর্নীতিবাজ রাষ্ট্রদ্রোহী দেশের বিরুদ্ধাচারণে থাকা মানুষদের মুখোশ উন্মোচনে স্বচ্ছ আয়নায় প্রতিচ্ছবি দেখানো জাতির দর্পণকে নৃশংসভাবে মেরে ফেলার পাঁয়তারায় থাকা সন্ত্রাসী রাকিবুল হাসান রাকিব গংকে সর্বোচ্চ শাস্তি দেয়ার আশাবাদ ব্যক্ত করেছেন সরিষাবাড়ি গণমাধ্যম।
একজন সংবাদকর্মী তথ্য অন্বেষণে অনেক প্রতিকূলতা উপেক্ষা করে দেশ ও জাতির স্বার্থে স্বাধীন সার্বভৌমত্ব রক্ষায় তার কলম চালিয়ে যান অবিরাম। আজ তাকেই অস্তিত্ব বিলীন করতে চায় কর্তৃত্ববাদীরাা। সরিষাবাড়িস্থ তরঙ্গনীতির গবেষণাগারের গবেষকদের আলোকপাতে বলা হয়েছে, বিশ্বমানবতা ফিরিয়ে আনতে মানবতার কাজে নিয়োজিত থাকা গণমাধ্যমকর্মীকে পা ভাঙ্গা তথা অমানুষিক নির্যাতন সমেত বিচারিক ব্যবস্থাকে অবজ্ঞা করা রাকিবদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন অন্তরালের গুণীরা।