মানবিক উন্নয়নের আহ্বান গুণীমহলের

এস এম খুররম আজাদ: জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার স্থানীয় সরকার কর্তৃক উপকারভোগীদের যত্ন প্রকল্পের তালিকা সম্পাদনের “তথ্য ছাড়” রাষ্ট্রীয় যাচাই-বাছাই ও কাট-ছাট ছাড়াই দারিদ্র্য মোচনের তালিকা সমূহ সরকারকে প্রত্যার্পণ করবেন কীনা এ বিয়য়ে বোধগম্যহীনতায় রয়েছেন বঙ্গবন্ধুর এক (০১) আদর্শের গবেষণাগার। মানবিক উন্নয়নের তালিকাভূক্ত তথ্য ছাড়ে জন প্রশাসনের এখতিয়ারপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের পূর্বে নীতিমালার সতর্কতা অবলম্বনের বিষয়ে কতটুকু নিরপেক্ষতা দেখাবেন তা জানারও আগ্রহ পোষণ করেন তাঁরা। জানাগেছে, স্বানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর অধীনে ” ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্যা পুওরেস্ট (রংঢ়ঢ়) যত্ম প্রকল্প কর্তৃক গত ০৯.০১.২০২০ ইং তারিখে সরিষাবাড়ী উপজেলার চেয়ারম্যান ও মেম্বারদের মাতৃত্বকালীন হতদ্দশা মোচনে অতিদরিদ্র মানুষের নির্বাচণীয় সনাক্তকারী হিসেবে উপকারভোগীদের মাঝে দশ হাজার আটশত আটটি (১০৮০৮) ফরম বিতরণ ও তার নীতিমালা সমর্থিত তালিকা প্রনয়ণের ঘোষণা হলেও মানবিক উন্নয়ন ও তার তালিকা প্রনয়ণের নির্বাচণীয় সণাক্তকারীরা অসামঞ্জস্যপূর্ণ তালিকা লিপিবদ্ধকরণে যথেচ্ছাচারে উপবিষ্ঠ হয়েছে বলে জানিয়েছেন গুণীমহল। যা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর আদর্শ বিবর্জিত তালিকার প্রনয়ণ বলেও সূক্ষ্ণ অনুমানে উপনীত হন তাঁরা। এতদস্বত্ত্বেও, যত্ন প্রকল্প বাস্তবায়নের তালিকা সমূহের সত্যনিষ্ঠ যাচাই-বাছাই ও কাট-ছাট ব্যতিত এখতিয়ারপূর্ণ সিদ্ধান্ত জনপ্রশাসন কর্তৃক গ্রহনের পূর্বে নীতিমালার সাথে সাংঘর্ষিক তালিকার প্রনয়ণ যেন সরকারের নজরদারীতে প্রত্যার্পণ করা না হয়, সে মর্মে সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছেন তথ্যানুসন্ধান মহল। বঙ্গবন্ধুর এক (০১) আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে এ সতর্কতার কথাও জানান তাঁরা। তৃনমূলের নির্বাচণীয় সনাক্তকারীদের অর্পিত তালিকার প্রত্যার্পণ ও তার সত্যনিষ্ঠ প্রত্যাবর্তনের অনুসন্ধানেও সমর্পিত হবেন তাঁরা। বঙ্গবন্ধুর মতাদর্শে মা ও শিশুর মাতৃত্বকালীন পুষ্টির গুণগত মান নিশ্চতকরণে নির্বাচণীয় সনাক্তকারীদের আত্ন-লোভজনিত তালিকা প্রনয়ণের বিভ্রম যেন রাষ্ট্রীয় কর্মকর্তা-কর্মচারীর ওপর অপবাদ হিসেবে না বর্তায় সেদিকেও লক্ষ্য রাখা দরকার। দুঃস্থ, অসহায়, হত-দরিদ্র ও অতিদরিদ্রের উপকারে সরকার কিম্বা দাতা সংস্থা কর্তৃক বরাদ্দ ও অনুদানের তথ্যের বন্টনজনিত প্রনয়ণের তালিকা সমূহের যাচাই-বাছাই ও কাট-ছাটের অতঃপর সরকারকে চুড়ান্ত তথ্য ছাড়ের মাধ্যমে দারিদ্র মোচন তথা মানবিক উন্নয়নের জন্য প্রধান মন্ত্রীর হস্তক্ষেপের আশাবাদ ব্যক্ত করেছেন অন্তরালের গুণীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *