টঙ্গিবাড়ীতে যুবককে প্রাণনাশের হুমকি

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে যুবককে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে, টঙ্গিবাড়ী উপজেলার মান্দ্রা গ্রামের আমিনুল ঢালী ও তার ব্যবসায়ী পার্টনার একই এলাকার সাব্বির শেখের সাথে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে। ব্যবসার কিছু দিন পর আমিনুল ঢালী অসুস্থ হয়ে পড়লে তার ব্যবসায়ী পার্টনার সাব্বির শেখ এককভাবে সমস্ত ব্যবসা দখল করার জন্য পাঁয়তারা করে আসছে। আমিনুল ঢালী বিষয়টি টের পেয়ে সাব্বির শেখের নিকট জানতে চাইলে সাব্বির শেখ ক্ষিপ্ত হয়ে তাকে প্রাণনাশের হুমকি দেয়। এরই জের ধরে আ’লীগ নেতা সাব্বির শেখ ১৯শে আগষ্ট সোমবার ২০১৯ইং তারিখে তার লোকজন নিয়ে আমিনুল ঢালী গংদের উপর হামলা করে। এ সময় আমিনুল ঢালী ও ছেলে রবিন ঢালীসহ ৩জন আহত হয়। এলাকাবাসী আহতদেরকে উদ্ধার করে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনায় রবিন ঢালী বাদী হয়ে সব্বির শেখসহ কয়েকজনকে আসামী করে ২০শে আগষ্ট টঙ্গিবাড়ী থানায় মামলা করেন। পুলিশ সাব্বির শেখকে গ্রেফতার করে মুন্সীগঞ্জ জেল হাজতে প্রেরণ করেন। সাব্বির শেখ জামিনে বের হয়ে ১৫ই অক্টোবর ছাত্রলীগ নেতা দিপুর হাত ধরে ছাত্রলীগে যোগ দেন। ২৫শে অক্টোবর দিপুর সহযোগিতায় সাব্বির শেখসহ কয়েকজনে আমিনুল ঢালীর ব্যবসা প্রতিষ্ঠান দখল করে। আমিনুল ঢালী ও ছেলে রবিন ঢালী তাদের ব্যবসা প্রতিষ্ঠানে গেলে তাদেরকে মারধর করে তাড়িয়ে দেয়। রবিন ঢালী মামলা করার জন্য থানায় যায় পুলিশ দিপুর কথা শুনে মামলা না নিয়ে তালবাহানা করে শুরু করে। সাব্বির শেখ ক্ষামতাসীন দলে যোগ দেয়ায় রাজনৈতিকভাবে তাকে ফাঁসানোর চেষ্টা করে। রবিন ঢালী প্রাণ রক্ষার্থে নিরুপায় হয়ে বিদেশ চলে যায়। রবিন ঢালী বিদেশ যাওয়ার পর থেকে আসামীরা প্রতিনিয়ত হুমকি দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *