সুশাসন প্রতিষ্ঠাই জাপার লক্ষ্য: জিএম কাদের

ডেস্ক রিপোর্ট: হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শে উজ্জীবিত হয়ে দেশে সামাজিক ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠাই জাতীয় পার্টির লক্ষ্য বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। শনিবার (২৫ জুলাই) রাজধানীর চকবাজার এলাকার ইসলামবাগ ঈদগাহ মাঠে এক সভায় তিনি একথা বলেন। এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
জিএম কাদের বলেন, ‘পল্লীবন্ধু এরশাদ আজীবন প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেছেন। তিনি উপজেলা পরিষদ প্রতিষ্ঠা করে নির্বাচিত প্রতিনিধিদের অধীনে প্রথম শ্রেণির কর্মকর্তাদের নিয়োগ দিয়ে গণমানুষের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটিয়েছিলেন। আমরা পল্লীবন্ধুর আদর্শে উজ্জ্বীবিত হয়ে দুর্নীতি, দুঃশাসন ও বেকারত্ব মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলবো।’
জাতীয় যুব সংহতি নেতা রফিকুল আলম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও অনেকে বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *