লক্ষ্মীপুরে ছিনতাই ও হামলার কবলে ব্যবসায়ী

কামাল হোসেন ভূঁইয়া, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ীতে যাওয়ার পথে ছিনতাই ও হামলার শিকার হয়েছেন লক্ষ্মীপুর সদর উপজেলার ১নং হামছাদী ইউনিয়নের মন্ডলতলী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স ফাতেমা ট্রেডার্স এর মালিক কাউছার হোসেন বাবু। এছাড়াও তার সঙ্গে থাকা সোহেল হোসেনের উপরও হামলা চালানো হয়। এসময় ছিনতাইকারীরা কাউছার হোসেন বাবুর সঙ্গে থাকা নগদ ৩ লাখ ২০ হাজার টাকা, মোবাইল ফোন ও তার ব্যবহৃত মোটর সাইকেলটি নিয়ে যায়। পরে তাদের শোর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। অবস্থার বেগতিক দেখে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন ব্যবসায়ী কাউছার হোসেন বাবু জানান, আমি আমার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রোববার (২৬ জুলাই) রাত প্রায় ১০টার সময় বন্ধ করে বাড়ীতে যাওয়ার পথে পাটোয়ারীর হাটখোলা নামকস্থানে আমাদের পাশ্ববর্তী শ্যামগঞ্জ গ্রামের কলিম উদ্দিন পাটোয়ারীর বাড়ীর সেলিম পাটোয়ারীর পুত্র সজিবসহ অজ্ঞাতনামা ১০/১২জন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে রাস্তা বন্ধ করে আমার ও আমার সঙ্গে থাকা সোহেলের উপর হামলা ছালাই। এসময় আমাদেরকে হাতুরী ও লোহার রড দিয়ে এলোপাতাড়ী পিটিয়ে আহত করে আমার সঙ্গে থাকা ব্যবসায়ের কালেকশনকৃত ৩ লাখ ২০ হাজার টাকা, মোবাইল ফোন এবং ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে আমাদের শোর চিৎকারে আশপাশের লোকজন এসে আমাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠান। আমি এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর থানায় একটি অভিযোগ দিয়েছি।
এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, তাদের দু’পক্ষের মধ্যে মারামারি হয়েছে। যাচাই-বাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *