ডেস্ক রিপোর্ট: ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জীর স্বাস্থ্যের আরো অবনতি হয়েছে। তবে তার ফুসফুস সংক্রমণের কিছু উন্নতি হয়েছে। বুধবার নয়া দিল্লিতে অবস্থিত সেনাবাহিনীর রিসার্স এন্ড রিফেরাল হাসপাতাল (আরআরএইচ) এ কথা জানিয়েছে।
এ খবর দিয়ে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই বলছে, ৮৪ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্টকে গত ১০ই আগস্ট হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার ব্রেনে রক্ত জমাট বাঁধায় অপারেশন করে সেদিনই তা অপসারণ করা হয়। এরপর থেকেই কোমায় রয়েছেন তিনি। তাকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। একই সঙ্গে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
প্রণব মুখার্জীর ছেলে ও সাবেক এমপি অভিজিত মুখার্জী বলেছেন, তার পিতার অবস্থা উন্নতির দিকে। এক টুইটে তিনি বলেছেন, তার পিতার গুরুত্বপূর্ণ অন্যান্য প্যারামিটার বা অঙ্গপ্রত্যঙ্গ নিয়ন্ত্রণে রয়েছে। এ সময় তিনি আন্তরিক সেবা দেয়ার জন্য চিকিৎসকদের ধন্যবাদ জানান। বলেন, আমার বাবা এখন স্থিতিশীল অবস্থায় আছেন। তার দ্রুত রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চাই। তবে হাসপাতাল থেকে বুধবার দেয়া বিবৃতিতে বলা হয়েছে, প্রণাব মুখার্জীর মেডিকেল অবস্থার অবনতি হয়েছে। তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম বর্তমানে তাকে দেখাশোনা করছেন।
