১৫ আগস্ট হত্যাকাণ্ডে খালেদা জিয়াও সমান অপরাধী: তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ‘অন্যতম প্রধান কুশীলব’ হিসেবে অভিহিত করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া এবং হত্যাকাণ্ডকে উপহাস করাসহ ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালনের জন্য বেগম খালেদা জিয়াও ১৫ আগস্ট হত্যাকাণ্ডের সমান অপরাধী।’
বুধবার (২৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-প্রগতিশীল ন্যাপ (ভাসানী) আয়োজিত ‘শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া, এতো বছর ধরে নানা জন্মতারিখ ছিল তার। হঠাৎ ১৯৯৫ সালের ১৫ আগস্ট উনি জন্মগ্রহণ করলেন। বলা নেই কওয়া নেই হঠাৎ করে তিনি ১৯৯৫ সালের ১৫ আগস্টে জন্মগ্রহণ করলেন, তারপর থেকে কেক কাটা শুরু করলেন। এগুলো ফৌজদারি অপরাধ। এই অপরাধে বেগম খালেদা জিয়াও অপরাধী।’
হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের অন্যতম প্রধান কুশীলব জিয়াউর রহমান। তার স্ত্রী বেগম খালেদা জিয়া। তার ওপর যথাযথ সম্মান রেখেই বলতে চাই, আমি মনে করি জিয়াউর রহমান যেমন অপরাধী, বেগম খালেদা জিয়াও হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার জন্য তেমনি অপরাধী। বঙ্গবন্ধুর খুনিকে, যার ফাঁসি হয়েছে, তাকে তিনি গাড়িতে পতাকা লাগিয়ে দিয়েছেন, মন্ত্রীর মর্যাদা দিয়েছেন।’
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘এই কারণে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের অন্যতম প্রধান কুশীলব জিয়াউর রহমান, তার যেমন মুখোশ উন্মোচন করা প্রয়োজন, তেমনি হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া, হত্যাকাণ্ডকে উপহাস করা, ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন করে, সেজন্য বেগম খালেদা জিয়ারও বিচার হওয়া প্রয়োজন। এটি সময়ের দাবি।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন গ্রগতিশীল ন্যাপের কেন্দ্রীয় আহ্বায়ক ও মওলানা ভাসানীর নাতি পরশ ভাসানী, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু, প্রগতিশীল ন্যাপের যুগ্ম আহ্বায়ক মো. বাবুল আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *