গণতন্ত্র ফিরিয়ে আনতে ইস্পাত কঠিন ঐক্যের বিকল্প নেই: ফখরুল

ডেস্ক রিপোর্ট: একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে ফিরে আনার আন্দোলনে ইস্পাত কঠিন ঐক্য চায় বিএনপি। দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রসঙ্গ টেনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলামস আলমগীর এমন ঐক্যের কথা বলেন।
শুক্রবার বিকালে জাতীয়তাবাদী দলের চিকিৎসক সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব’এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ভার্চূয়াল আলোচনা সভা হয়। অনুষ্ঠানে ড্যাবের ওপর প্রামাণ্য চিত্র উপস্থাপন করা হয়। এই অনুষ্ঠানে লন্ডন থেকে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, আমরা এখন যে সংগ্রাম করছি, যে লড়াই লড়ছি করছি- সেটা বাঁচা মরার লড়াই, এটা আমাদের অস্তিত্বের, স্বাধীনতা-সার্বভৌমত্বের লড়াই। এই লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে। সেজন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইস্পাত কঠিন ঐক্য। একদিকে আমাদের বিএনপির ঐক্য, সহযোগী ও অঙ্গসংগঠনগুলোর ঐক্য এবং অন্যদিকে একটা জাতীয় ঐক্য। জাতীয় ঐক্য তৈরি করেই আমাদেরকে অবশ্যই এই ভয়াবহ যে দানব আমাদের বুকের ওপর চেপে বসে আছে, এই যে ভয়াবহ একটি একদলীয় শাসনব্যবস্থা আমাদের ওপরে চেপে বসেছে, একে সরাতে হবে।
সরকারের দমননীতির কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, আমাদের অনেক মানুষ ত্যাগ স্বীকার করেছেন, ৩৫ লাখ মানুষ আসামি হয়েছেন, এক লাখের ওপরে মামলা হয়েছে। আমাদের হাজারের উপরে মানুষ খুন হয়ে গেছে। আমাদের ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ ৫শ’ উপরে গুম হয়ে গেছেন। অসংখ্য মামলায় জর্জরিত আমাদের সমস্ত নেতা-কর্মীরা। এই নিপীড়ন থেকে এমনকি আমাদের চিকিৎসকরাও রেহাই পাননি।
তিনি বলেন, একদিকে যেমন করোনা প্রতিরোধের জন্য আমরা সবাই একতাবদ্ধ হয়ে কাজ করছি, বিএনপি অঙ্গসংগঠন,সহযোগী সংগঠনগুলো -ড্যাব একইভাবে আজকে গণতন্ত্রকে রক্ষার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে আনতে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে যে গণতান্ত্রিক আন্দোলন শুরু করেছি সেই আন্দোলনকে ঈপ্সিত লক্ষ্যে পৌঁছাতে হবে।
১৯৭৯ সালের এই দিনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ড্যাব প্রতিষ্ঠা করেন। ড্যাবের সভাপতি ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম ও সিনিয়র সহসভাপতি আবদুস সেলিমের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল ম্ঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক একেএম আজিজুল হকসহ বিভিন্ন জেলার চিকিৎসকরা যুক্ত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *