সাপ নিয়ে খেলবেন না: বিএনপিকে তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যেসব নেতারা একসময় স্লোগান দিয়েছে ‘আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান’ তারা এখন বিএনপির জোটে আছে। বিএনপি নেতাদের বলবো সাপ নিয়ে খেললে সাপ একসময় ছোবল মারবে। সুতরাং সাপ নিয়ে খেলবেন না।
বুধবার (২৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খা হলে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের বিজয় দিবসের এক আলোচনা সভায় তথ্যমন্ত্রী এ আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে মৌলবাদী অপশক্তিকে সবসময় ক্রীড়নক হিসেবে ব্যবহার করেছে বিএনপি। যারা পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছিল জিয়াউর রহমান তাদেরকে পুনর্বাসিত করেছিল। আর খালেদা জিয়া তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে।ভাস্কর্যবিরোধীদের প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, একাত্তরের পরাজিত শক্তি নানান অজুহাতে বিশৃঙ্খলার পথ বেছে নিয়েছে। তারা অন্যের ক্রীড়নক হিসেবে কাজ করছে। স্বাধীনতার ৫০ বছরের পথচলায় বাংলাদেশ রাষ্ট্রকে হত্যা করতে অনেক অপচেষ্টা হয়েছে। কিন্তু যে চেতনার ভিত্তিতে রাষ্ট্র গঠিত হয়েছিল, সেই চেতনাকে ধারণ করেই বাংলাদেশ পরিচালিত হবে।
হাছান মাহমুদ আরও বলেন, ভাস্কর্যবিরোধীদের পূর্বপুরুষেরা বাংলাদেশের বিরুদ্ধাচরণ করেছে এবং তারা পাকিস্তানি ভাবধারায় বিশ্বাস করে। বিভিন্ন সময়ে তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। এখনও তারা ধর্মের মিথ্যা ব্যাখ্যা দিয়ে ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *