বিনোদন প্রতিবেদক : মডেল দিয়া মনি নাচ,গান কবিতা আবৃত্তি,অভিনয় নিয়েই নিজেকে একজন ভালো অভিনেত্রী হবার স্বপ্ন দেখতেন।সেই শৈসব থেকেই বিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সে ছিল সবার মধ্য মনি। ক্লাসিকাল নাচ তার খুব প্রিয়। বর্তমানে নড়াইল ভিক্টোরিয়া কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্রী দিয়া । গুটি গুটি পায়ের সেই দিয়া আজ এগিয়ে চলছে প্রতিভার বিকাশিত পুস্পহয়ে। ইতি মধ্যেই দিয়া মনি বেশ কিছু নাটক, অ্যালবামের গানে অভিনয় করছে। দিয়া তার প্রতিভা দিয়ে বর্তমান সময়য়ে স্বাবলিল ভাবে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে চিরসাথী ও এক্স বয়ফ্রেন্ড নাটকে কাজ করেছেন। দিয়া বলেন, অভিনয় হবে আমার ধ্যান ধারনা। আমি অভিনয়ে প্রতিষ্ঠা চাই। এ জন্য আমি ধৈর্য্য ধরতে রাজি। আমার ইচ্ছা অভিনেত্রী হওয়া, পাশাপাশি ভালো কিছু কাজ করতে চাই। ৫ ফুট সাড়ে ৫ ইঞ্চি উচ্চতার দিয়া মনির প্রিয় খাবারের তালিকায় আছে, ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, নুডুলস। তার পছন্দের প্রিয় অভিনেতা ও অভিনেত্রী যথাক্রমে, সালমান শাহ ও শাবনূর। দিয়া মনি টিক টক ও লাইক ভিডিও বানিয়ে প্রশংসা করেছেন লক্ষ লক্ষ ভিউয়ার্স। প্রতিদিন নিজেকে কিভাবে সমৃদ্ধ করা যায় তার চেষ্টা থাকে তার, শুধু পোশাক নয় চলন, বলন, গেটআপ সব কিছুতে তিনি ফলো করেন দেশি- বিদেশী জনপ্রিয় সব নায়িকাদের। বড় অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলছেন দিয়া মনি। বড় একজন অভিনেত্রী হতে চান এটাই তার স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে কাজ করছেন তিনি।