আজকের প্রভাত প্রতিবেদক : জনপ্রিয় খেলা ফুটবল। ফুটবল খেলা কে ঘিরে অনেক ইতিহাস রয়েছে বাংলাদেশে। ১২ নভেম্বর শনিবার ঐহিত্যবাহী হোটেল লেকশোরে তার হাতে যুগ্ম সাধারণ সম্পাদক এর অফিসিয়াল ডিক্লারেশন পত্র ও ফুল দিয়ে বরণ করে নেন বরিশাল ফুটবল একাডেমির গভর্নিং বডির চেয়ারম্যান সৈয়দ রিয়াজুর করিম রিয়াজ সদস্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন ডেভেলপমেন্ট কমিটি সহ বরিশাল ফুটবল একাডেমির সকল সদস্যগণ আরো উপস্থিত ছিলেন নিটল নিলয় গ্রুপের রেজিষ্ট্রেশন বিভাগের প্রধান মো: ফজলে আব্বাস, বনানী থানার অফিসার্স ইনচার্জ মো: নুরে আজম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনায় বক্তরা উল্লেখ করে বলেন,গত পাইনিওর ডিভিশনে বরিশাল নারী ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়ে এবার বাংলাদেশের সর্বোচ্চ লিগ নারী বিপিএল মাত্র ১২ দল বাংলাদেশের ৬৪ জেলার মধ্য সুযোগ পেয়েছে তার মধ্য প্রথম বারের মতে জায়গা করে নেয় বরিশাল ফুটবল একাডেমি এর ধারাবাহিক বক্তব্য তে সদ্য নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক বি এম এ রফিক বলেন, তার এ টিম বিপিএল সম্মান জনক অবস্থায় অবস্থান করবেন সেই লক্ষে তিনি কাজ করে যাবেন। সারা বাংলাদেশ সহ বরিশাল বিভাগের সকল কে প্রতিটা খেলা মাঠে গিয়ে দেখবেন এবং খেলোয়াড় দের উৎসাহিত করবেন এমন আবেদন করে তিনি আরো বলেন, যেহেতু বরিশাল বিভাগের একটি মাত্র টিম বিপিএল জায়গা করে নিয়েছে তাই বরিশাল বাসীর প্রতি জোর আবেদন রাখেন এই মিলন মেলায়।
