Friday , 24 March 2023
আপডেট
Home » অনলাইন » সড়ক দুর্ঘটনায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মাসাপ্রু মারমা মৃত্যু
সড়ক দুর্ঘটনায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মাসাপ্রু মারমা মৃত্যু

সড়ক দুর্ঘটনায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মাসাপ্রু মারমা মৃত্যু

শুভ দেব চাকমা, খাগড়াছড়ি (মানিকছড়ি): ৩০ জানুয়ারি ২০২৩ সোমবার, গবামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার সময় স্কুলে সামনে ক্রসিং পার হতে গিয়ে অ্যাম্বুলেন্স ধাক্কায় মাসাপ্রু মারমা৭ তিনি গুরুতর আহত হন! রক্তাক্ত, মুমুর্ষু অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে ভর্তি করালে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। তার পিতার নাম আবাইশে মারমা। ঘাতক ড্রাইভার এম্বুলেন্স (চালক) জনরোষ ঢাকা মেট্রো -ছ-৭১-১৬৮১ তাৎক্ষণিক পালিয়ে যায়। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক মো আওলাদ হোসেন ঘটনাস্থলে যান। তিনি বলেন, অভিভাবকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া ও ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। এদিকে মাসাপ্রু মারমা তাদের স্কুলে সহপাঠীরা তার অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না। তাই তারা বিদ্যালয়ে ক্লাস না করে বাড়িতে ফিরে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*