Wednesday , 22 March 2023
আপডেট
Home » বিনোদন » জমকালো আয়োজনে অ্যাঞ্জেলা ডিকস্টা জন্মদিন পালন
জমকালো আয়োজনে অ্যাঞ্জেলা ডিকস্টা জন্মদিন পালন

জমকালো আয়োজনে অ্যাঞ্জেলা ডিকস্টা জন্মদিন পালন

বিনোদন প্রতিবেদক : অ্যাঞ্জেলা ডিকস্টা এ প্রজন্মের র‌্যাম্প মডেল। এ পযন্ত ঢাকার মঞ্চে শতাধিক র‍্যাম্প শো এ তাঁর আলোকদূত্যি প্রতিভা ছড়িয়েছেন। জমকালো আয়োজনের মধ্য দিয়ে ৪ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার সন্ধ্যায় গুলশানে ক্যাফে রিও লাউঞ্জে জন্মদিনের অনুষ্ঠান পালন করা হয়েছে। র‌্যাম্প মডেল অ্যাঞ্জেলা বলেন, আমি মডেলিং এ কখনো পরিবারের সাপোর্ট পাইনি কারণ আমার পরিবারে কেউ মিডিয়াতে কাজ করত না। ছোটবেলা থেকেই আমি চিন্তা করতাম আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব। বাবা মা চিন্তা করতেন লেখাপড়া করে কোন ভাল পেশায় নিয়োজিত থাকবো। কিন্তু আমি যখন একটু বড় হই তখন আমি চিন্তা করি যে না আমার জন্য হয়তো বা লেখাপড়া করে কোন চাকরি সম্ভব হবে না। আমি এসবের জন্য না। কৈশোর বয়স থেকেই মডেলিং করার স্বপ্ন মাথায় ঢুকে। খুব কম বয়স থেকেই তারপর মডেলিং শুরু করি যদিও প্রথম প্রথম কারো সাপোর্ট পাইনি। নিজের মনের ইচ্ছা থেকেই কারোর অনুপ্রেরণা ছাড়াই মডেলিং শুরু করি। ২০১৯ সাল থেকেই। আমি বেশিরভাগ সময় র‌্যাম্প করি। আমি মূলত একজন র‌্যাম্প এবং ফ্যাশন মডেল। ভিজুয়াল এক্সপেরিয়েন্স খুব কম তবু ও দুইটি মিউজিক ভিডিও এবং দুইটা টিভিসি করি শখে। এখন অনেকে আমাকে ভিজুয়াল অফার দিচ্ছে ভিসুয়াল এ কাজ করার জন্য কিন্তু ভালো গল্পের স্ক্রিপ্ট পেলে অবশ্যই ভেবে দেখব। মিডিয়াতে এসেছি খুব বেশিদিন হয়নি কিন্তু অল্প সময়ের মধ্যেই আমার অনেক কিছু শেখার এক্সপেরিয়েন্স হয়েছে। অনেক ভালো ভালো শো করার সুযোগ পেয়েছি। তবে নিয়মিত কাজ করছি। আশা করি আমার শেখার জ্ঞানকে কাজে লাগিয়েই হয়তো একদিন দর্শকদের অনেক কিছু উপহার দিতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*