Wednesday , 22 March 2023
আপডেট
Home » বিনোদন » ইন্টারন্যাশনাল মেন্স অ্যাওয়ার্ড এর প্রতিষ্ঠাতা রবি চৌধুরীর জন্মদিন আজ
ইন্টারন্যাশনাল মেন্স অ্যাওয়ার্ড এর প্রতিষ্ঠাতা রবি চৌধুরীর জন্মদিন আজ

ইন্টারন্যাশনাল মেন্স অ্যাওয়ার্ড এর প্রতিষ্ঠাতা রবি চৌধুরীর জন্মদিন আজ

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় ইভেন্টস প্রতিষ্ঠান ফ্রেন্ডস ভিউ’র চেয়ারম্যান রবি চৌধুরী’র শুভ জন্মদিন আজ ১ মার্চ ২০২৩ । রবি চৌধুরী বলেন, যারা সব সময় আমাকে সাপোর্ট করে আসতেছেন সকল মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিক বৃন্দ, আমার প্রাণপ্রিয় ভক্তরা ও ফ্রেন্ডস ভিউ পরিবারের সকল সদস্যরা সবাইকে আমার জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা। বিগত সাত বছর ধরে “ফ্রেন্ডস ভিউ” সুনামের সাথে আপনাদের দোয়ায় ও সহযোগিতায় কাজ করে যাচ্ছি। ফ্রেন্ডস ভিউ যে ইভেন্টেস্ গুলো ধারাবাহিকভাবে করে আসতেছে “ফ্রেন্ডস ভিউ স্টার আওয়ার্ড ” “প্রতিভাবান প্রতিবন্ধীদের খুঁজে” “ফ্যাশন ফর লাইভ ” “ফ্রেন্ডস ভিউ কোরআনের ধ্বনি” ইন্টারন্যাশনাল ম্যানস অ্যাওয়ার্ড “এই অনুষ্ঠান গোলো ফ্রেন্ডস ভিউ এর নিজস্ব তৈরি করা। সবার আরো বেশি সহযোগিতা পেলে ফ্রেন্ডস ভিউ আরো নতুন নতুন অনুষ্ঠান উপহার দিবে সবাইকে। রবি চৌধুরী’র জন্য সকল দর্শক ও দেশবাসীর কাছে দোয়া চান এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*