Wednesday , 22 March 2023
আপডেট
Home » বিনোদন » সম্মাননা পদক পেলেন সিনেমা যোদ্ধা হাবিবুল ইসলাম হাবিব
সম্মাননা পদক পেলেন সিনেমা যোদ্ধা হাবিবুল ইসলাম হাবিব

সম্মাননা পদক পেলেন সিনেমা যোদ্ধা হাবিবুল ইসলাম হাবিব

বিনোদন প্রতিবেদক: বাংলা চলচ্চিত্রের সোনালী দিন ফিরিয়ে আনতে সারাদেশের ৩’শ সংসদীয় আসনে সিনেপ্লেক্স নির্মানে সরকারের দৃষ্টি আকর্ষণে দীর্ঘ দিন দাবি জানিয়ে আসছিলেন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব এবং তা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা পদক পেলেন এ জনপ্রিয় ও খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব। শনিবার (২৫ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের চাষাড়া সদর ডাকবাংলো মিলনায়তন হলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খোকা খুকুর আসর কর্তৃক আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সিনেমা যোদ্ধা হিসেবে হাবিবুল ইসলাম হাবিবকে সম্মাননা পদক প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল। সিনেমা প্রসঙ্গে হাবিবুল ইসলাম হাবিব বলেন, দেশের চলচ্চিত্র আজ সঙ্কটে। পুরনো প্রেক্ষাগৃহগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে বেশ কয়েক বছর ধরে। মানুষ সিনেমাহল বিমুখ দীর্ঘদিন। মফস্বলে এমন অনেক জায়গা আছে, যেখানে একসময় একাধিক সিনেমা হল ছিল, এখন একটিও নেই। কিন্তু, সিনেপ্লেক্সগুলোয় দর্শক ঠিকই যাচ্ছে। তাই আমি চাই, দেশের নির্বাচনী এলাকাগুলোয় নিদেনপক্ষে একটি করে সিনেপ্লেক্স হোক। দর্শক সিনেমামুখী হোক। যুগান্তকারী এই দাবি বাস্তবায়িত হলে দেশের সিনেমা শিল্পে বিপ্লব ঘটে যাবে এবং কোটি কোটি টাকার বাণিজ্য হবে দেশের সিনেমার মাধ্যমে। তখন ইনভেষ্ট বাড়বে সিনেমায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*