ভাড়াটিয়া সেজে ফ্ল্যাট দখল ও চাঁদাবাজি: গ্রেফতার দুই

নিজম্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী থানায় যৌথ মালিকাধীন আবাসিক প্রকল্প আপন নিবাসে অবৈধভাবে ফ্ল্যাট দখল করে অসামাজিক কার্যকলাপ ও চাঁদাবাজির কারনে দুই জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। যাত্রাবাড়ী থানা পুলিশ মঙ্গলবার দিবাগত রাতে মামলার এজাহারভূক্ত আসামী আবুল কালাম আজাদ এবং মো. শাকিলকে গ্রেফতার করে। থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মঙ্গলবার কোর্টে পাঠানো হয়েছে। এই আবাসিক প্রকল্পের মালিকদের পক্ষে দায়েরকৃত এজাহারটি করেন মো. আনোয়ার হোসেন। যাত্রাবাড়ী থানা মামলা নম্বর ২৬, তারিখ-৬/৩/২৩। ধারা ৩৮৫/৫০৬।মামলার এজাহার সূত্রে জানা গেছে, আপন নিবাস নামে এই আবাসিক প্রকল্পে মালিকের সংখ্যা ৪৬ জন। এরমধ্যে মামলার প্রধান আসামী মো. আলমগীর হোসেন এই অংশীদারদেরই একজন। এই মামলার এজাহারভূক্ত আসামী এলাকার চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসেবে পরিচিত আবুল কালাম আজাদ এবং এই বাড়ীর দারোয়ান মো. শাকিলের সহযোগিতায় অবৈধ প্রভাব খাটিয়ে ৭টি ফ্লাট দখল করে। দখলকৃত এইসব ফ্ল্যাটে অসামাজিক কার্যকালাপ এবং প্রতিনিয়ত নানা বেআইনি কাজ চলে বলে অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে বাড়ির মালিকরা চরম আতঙ্ক এবং নিরাগত্তাহীনতায় ভুগছেন।খোঁজ নিয়ে জানা গেছে, এই বাড়ি দেখাশুনার জন্য মো. শাকিল নামে একজন কেয়ারটেয়ার নিয়োগ দেওয়া হয়। এই কেয়ারটেকারের মাধ্যমে ফ্ল্যাট ভাড়া নেন গ্রেফতারকৃত আসামী আবুল কালাম আজাদ। পরবর্তীতে আবাসন প্রকল্পের কর্তৃপক্ষ তার ভাড়াটিয়া সম্পর্কে জানতে এবং ভাড়াটিয়া তথ্য ফরম পূরণ করতে কেয়ারটেয়ার শাকিলকে নির্দেশ দেন। এই খবর পেয়ে আজাদ বাড়ির মালিকদের বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করেন এবং ভাড়াটিয়া তথ্য ফরম পূরণ করবে না বলে জানায়। পরে প্রভাব খাটিয়ে ৭টি ফ্ল্যাট দখল করে।নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, এলাকায় সকল প্রকারের বেআইনি কাজের সাথে জড়িত গ্রেফতারকৃত এই সন্ত্রাসী আজাদ। এলাকায় সাধারন মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাাবাজি, মাসোহারা, অবৈধ ভাবে ভূমি দখল, মাদক ব্যবসা, অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করার অভিযোগ রয়েছে এই দখলদার আজাদের বিরুদ্ধে।এ বিষয়ে মামলার বাদী মো. আনোয়ার হোসেন এ প্রতিনিধিকে বলেন, আমরা সীমিত আয়ের মানুষেরা অনেক কস্ট করে একটি স্বপ্নের আবাসন প্রকল্প গ্রহন করি। কিন্ত এই সব দুষ্টুচক্রের কারনে আমাদের সে স্বপ্ন ভেঙে যায়। তিনি আরও বলেন, জীবনের নিরাপত্তা প্রদান, দখলকৃত ফ্ল্যাট উদ্ধার এবং দোষীদের দ্রত বিচারের দাবিতে আমরা আইনের আশ্রুয় গ্রহন করেছি। অবৈধ দখলদার ও চাঁদাবাজ সন্ত্রাসীরা গ্রেফতার হয়েছে। আমরা আইনের কাছে ন্যয়বিচার প্রত্যাশা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *