বিশ্বকাপ ফুটবলের প্রোমো নির্মাণের জন্য আমির হামজাকে ট্রাব এর সম্মাননা প্রদান
April 16, 2023
Leave a comment
আজকের প্রভাত ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রোমো নির্মাণে বিশেষ অবদানের জন্য বাংলাদেশের রিপোর্টার্স ইউনিটি অফ বাংলাদেশ (ট্রাব) এর সম্মাননা ট্রফি পেলেন সাংবাদিক আমির হামজা। গত ১৩ ই এপ্রিল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল রাজমনি ঈশা খাঁ ব্যাংকুইট হলে এ সম্মাননা প্রদান করা হয়।বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্যাব) এর আয়োজিত সম্মাননা প্রদানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য বীর মুক্তিযোদ্ধার শাহজাহান খান এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক, বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি প্রফেসর ডক্টর হামিদা খানম, বাংলায় চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি সোহানুর রহমান সোহান। বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি অফ বাংলাদেশ (ট্রাব) এর সম্মাননা পদক পেয়ে সাংবাদিক আমির হামজার সাংবাদিকদের বলেন, অনেক দিনের সাধনা এবং কষ্ট করে বিশ্বকাপ ফুটবলের প্রোমো নির্মাণ করেছেন তিনি। তাই তার এই ফুটবলের উপর নির্মিত প্রোমোর জন্য যে সংগঠন তাকে সম্মাননায় ভূষিত করছে তাদেরকে তিনি ধন্যবাদ জানান।
2023-04-16