বিনোদন প্রতিবেদক : দেশের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার এডলফ খান। সেই ২০০৮ সালে র্যাম্প মডেল বুলবুল টুম্পার একটি গ্রুমিং স্কুলের মাধ্যমে মিডিয়াতে কাজ শুরু করেন তিনি। এরপর র্যাম্প মডেল হিসেবে কাজের পাশাপাশি চিত্রনায়িকা নিপুণের সবগুলো ছবিতে স্টাইল ডিজাইনার হিসেবে কাজ করছেন তিনি। ক্যারিয়ারের একযুগ পার করেছেন এডলফ খান। তবে বর্তমানে এডলফ খান ব্যস্ত সময় পার করছেন ভিবিন্ন নারী উদ্যোক্তাদের অনুষ্ঠান ও ভিবিন্ন ফ্যাশন হাউজ অথবা মেকওভার স্টুডিওর উদ্বোধনে বিশেষ অথিতি হয়ে। ঈদের আগে সম্প্রতি যাত্রা শুরু করেছে নতুন বিউটি সেন্টার ‘স্টাইল ক্রিয়েটিব সেলুন’। এডলফ খানের হাত ধরে ঢাকার মিরপুর ১১ তে ‘স্টাইল ক্রিয়েটিভ সেলুন’ এর উদ্বোধন হয়। এডলফ খান বলেন, এটা একটা স্টাইলিশ ক্রিয়েটিভ সে্লুন, বেশ কিছু নারী উদ্যোক্তা বন্ধুরা মিলে এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করেছে। তাদের এই সেলুনের সার্ভিস গুলা আমি দেখেছি, তাদের হেয়ার ট্রিটমেন্ট এবং স্কিন কেয়ারের যতো গুলা সার্ভিস আছে সব কিছুই অতি দক্ষতার সাথে করা হয়। আমাদের মিডিয়ার মানুষদের জন্য মেকাপ পার্লারের অবদান অপরিসীম। আমি আশা করছি ‘স্টাইল ক্রিয়েটিভ সেলুন’ তাদের কাজের মাধ্যমে অনেক দূর এগিয়ে যাবে।
