আজকের প্রভাত ডেস্ক
রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সিএনজিচালিত অটোরিকশা চালকরা। বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বনানী বিআরটিএ অফিসের সামনে তারা এই অবরোধ কর্মসূচি পালন করছেন।
সোমবার (২০ জানুয়ারি) গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
লিখিত পোস্টে জানানো হয়েছে, ‘সম্মানিত নাগরিকগণ আসসালামুয়ালাইকুম, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে সিএনজি চালকবৃন্দ তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বনানী বিআরটিএ অফিসের সামনে রাস্তা অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে। যার ফলে উত্তরা – কাকলী থেকে মহাখালীগামী যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।