আজকের প্রভাত ডেস্ক: রংপুর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়েরের স্ত্রী’র রংপুর আগমন উপলক্ষ্যে গণপূর্ত পারিবারিক মিলনমেলা ও সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়। গত বুধবার ২ জুন ওই অনুষ্ঠান উৎযাপন করা হয় শহরের গ্রান্ড প্যালেস হোটেলে। বর্ণাঢ্য এই অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ৭টার দিকে। এবং তা মধ্যরাত পর্যন্ত চলে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর গণপূর্ত জোনের অধিকাংশ কর্মকর্তা ও কর্মচারী। এ অনুষ্ঠানে প্রায় ২০ লাখ টাকা খরচ করা হয়।
ওই জোনের কর্তাব্যক্তি ও স্থানীয় ঠিকাদারদের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠানের খরচ যোগাড় করা হয়। উল্লেখ্য বিষয়টি গণপূর্ত ইতিহাসের একটি বিরল ঘটনা। স্থানীয় সুধীজনের প্রশ্ন কি উদ্দেশ্যে, কাকে খুশি করতে এই বর্ণাঢ্য আয়োজন। অতিরিক্ত প্রধান প্রকৌশলীর স্ত্রী প্রজাতন্ত্রের কোন দায়িত্ব পালন করেন? তারা বিষয়টি নেপথ্যের কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন। আবুল খায়ের গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আকতারের অন্যতম একজন আস্থাভাজন হিসেবে পরিচিত।