বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ, ১৪৩১
আজকের সর্বশেষ সবখবর

অতিরিক্ত সচিব ও যুগ্মসচিব পদে রদবদল

editor
নভেম্বর ৩০, ২০১৭ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: প্রশাসনে অতিরিক্ত সচিব ও যুগ্মসচিব পর্যায়ে বেশকিছু রদবদল হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার ঘোষকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক, রোস্ক প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. মিজানুর রহমানকে কুমিল্লাস্থ বার্ড এর মহাপরিচালক, বার্ড এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ মওদুদুর রশিদ সফদারকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে সংযুক্ত (অতিরিক্ত সচিব) শেখ মোহাম্মদ শামীম ইকবালকে বাংলাদেশ জুট কর্পোরেশনের চেয়ারম্যান, ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) এর নির্বাহি পরিচালক (অতিরিক্ত সচিব) আলমগীর মুহঃ মনসুর উল আলমকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সচিব, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (অতিরিক্ত সচিব) মো. ময়নুল ইসলামকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহি সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের পরিচালক (অতিরিক্ত সচিব) আবু সৈয়দ মোহাম্মদ হাসিমকে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিনকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব, রাজউক-এর সদস্য (অতিরিক্ত সচিব) ফারুক আহমেদকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পরিচালক পদে বদলির আদেশাধীন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার সৈয়দা সারওয়ার জাহানকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের পরিচালক (যুগ্মসচিব) আসাদুজ্জামানকে জীবন বীমা কর্পোরেশনের জিএম, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আব্দুল খালেক আরবান পাবলিক এন্ড এনভায়রনমেন্ট হেলথ সেক্টর ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আবদুল বাতেন মিয়া মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য, জাতীয় নদী রক্ষা কমিশনের সচিব এ এন আহমেদ আলী যুব উন্নয়ন অধিদফতরের পরিচালক, কৃষি বিপনন অধিদফতরের মহাপরিচালক মো. মাহবুব আহমেদ বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্মসচিব) নিখিল রঞ্জন রায় কৃষি বিপণন অধিদফতরের মহাপরিচালক, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. আবু রায়হান আল বিরুনী ট্যারিফ কমিশনের সদস্য, পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য পদে বদলির আদেশাধীন শিশির কুমার রায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক, ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার সেলিম রেজা বিয়ামের পরিচালক, কৃষি বিপনন অধিফতর (চট্টগ্রাম) এর উপপরিচালক মোহাম্মদ ইরফান শরিফ চা বোর্ড (চট্টগ্রাম) এর সদস্য, স্বাস্থ্য সেবা বিভাগে সংযুক্তির আদেশাধীন মো. মাসুদ করিম জাতীয় ক্রীড়া পরিষদের সচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদে বদলির আদেশাধীন মোহাম্মদ সালাউদ্দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্সচিব আফতাব আহমেদ সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্ক প্রকল্পের প্রকল্প পরিচালক, বিদ্যুৎ বিভাগে সংযুক্ত ফসি উদ্দিন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটির ব্যবস্থাপক, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক পদে বদলির আদেশাধীন মো. আব্দুল মতিন মৎস্য উন্নয়ন কর্পোরেশনের পরিচালক, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. সিরাজুল ইসলাম জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহি সচিব, বিসিকের পরিচালক পদে বদলির আদেশাধীন আরইবি’র সদস্য মো. আতাউল হক মোল্লা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিসিকের পরিচালক পদে বদলির আদেশাধীন আ্ব্দুল হালিম এগ্রিকালচারাল পলিসি সাপোর্ট ইউনিটের গবেষণা পরিচালক, পিজিসিবি’র নির্বাহি পরিচালক মো. আবু বকর ছিদ্দিক জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব, এনার্জি রেগুলেটরি কমিশনের পরিচালক (আইএমইডির যুগ্মসচিব পদে বদলির আদেশাধীন) মো. মোয়াজ্জেম হোসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পদে বদলির আদেশাধীন ঢাকা স্থানীয় সরকার বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমান স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব, নিপোর্টের পরিচালক মো. আজহারুল ইসলাম বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিদ্যুৎ বিভাগে সংযুক্ত এটিএম মোস্তফা কামাল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন-২০১৮ এর নির্বাচন সমাপ্ত না হওয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে নির্বাচন কমিশনের সাথে সাময়িকভাবে সংযুক্তি, মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত হাবিবুর রহমান স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব এবং মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলামকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial