আজকের প্রভাত ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর বাংলাদেশ দলের অধিনায়কত্ব ছাড়তে চান নাজমুল হোসেন শান্ত। ইতিমধ্যে এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন তিনি।
বিসিবির এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে ক্রিকবাজ জানায়, শান্ত বিসিবিকে জানিয়েছে আসন্ন টেস্টের পর থেকে জাতীয় দলের অধিনায়কত্ব করতে আগ্রহী নয়। এই মুহূর্তে বিসিবি সভাপতি ফারুক আহমেদের অনুমোদনের অপেক্ষায় আছেন শান্ত।
ক্রিকবাজ আরও জানায়, একজন বিসিবি পরিচালক শান্তকে সিদ্ধান্ত পরিবর্তন করতে বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে লাভ হয়নি।
শান্ত অবশ্য চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন। কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করেন।
Please follow and like us:
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।