রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র, ১৪৩১
আজকের সর্বশেষ সবখবর

অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা- রাজউক চেয়ারম্যান

Omar Faruk
মার্চ ১০, ২০২৫ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

যোগদান করেই রাজউক চেয়ারম্যান বললেন ‘অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। যোগদান করেই রাজউক চেয়ারম্যান বলেছেন, অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

রোববার (৯ মার্চ) রাজউকের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন তিনি। ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম রাজউকের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ছিদ্দিকুর রহমান সরকারের স্থলাভিষিক্ত হয়েছেন।

রাজউক চেয়ারম্যান হিসেবে যোগদানের আগে তিনি রাজউকের সদস্য (এস্টেট ও ভূমি) এবং সদস্য (পরিকল্পনা) হিসেবে কর্মরত ছিলেন। তার আগে ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম দ্য ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করেছেন।

নতুন ৭২ ডেভেলপার কোম্পানিকে নিবন্ধন সনদ দিলো রাজউক

বাসযোগ্য নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

যোগদানকালে নবনিযুক্ত রাজউক চেয়ারম্যান বলেন, আমি রাজউকে নতুন নই, সদস্য হিসেবে কাজ করেছি। রাজউকের সবাইকে বিধি মোতাবেক সব কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে। যেকোনো অনিয়ম সামনে এলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। রাজউকের জনবল সংকট রয়েছে, এ সংকট কাটিয়ে রাজধানীর উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।

এসময় রাজউক সভাকক্ষে রাজউকের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।