রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ, ১৪৩১

অফিসে বসে প্রকাশ্যে ধূমপান করেন প্রকৌশলী: নেওয়া হচ্ছে ব্যবস্থা

editor
জুন ৩০, ২০২৪ ১১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

এসএম জুবায়ের: অফিসে বসেই চেইন স্মোকারের মতো প্রকাশ্যে একের পর এক ধূমপান করার অভিযোগে সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা কার্যালয়ের প্রকৌশলী তারেক বিন ইসলামকে কৈফিয়ত তলব করেছে এলজিইডির জেলা কার্যালয়।
রবিবার (৩০ জুন) বিকেলে উপজেলা প্রকৌশলীকে চিঠি দিয়ে তার কাছে কৈফিয়ত তলব করেন এলজিইডির জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ।
কৈফিয়ত তলবে নির্বাহী প্রকৌশলী উল্লেখ করেন, সম্প্রতি গণমাধ্যমে অফিসে বসেই চেইন স্মোকারের মতো প্রকাশ্যে একের পর এক ধূমপান করার খবর প্রকাশিত হয়। যা চরম অবহেলা, অনীহা, উদাসীনতা ও দুর্নীতির সামিল। এটি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮ এর ৩(খ) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। কর্তৃপক্ষের নিয়মনীতি তোয়াক্কা না করেই নিজের খেয়াল খুশিমতো কাজ করছেন।
আগামী ৭ দিনের মধ্যে নির্বাহী প্রকৌশলীর কাছে কৈফিয়ত না দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও কৈফিয়ত তলবে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি অফিসে বসেই উপজেলা প্রকৌশলী তারেক বিন ইসলামের সিগারেট খাওয়ার একটি ভিডিও গণমাধ্যম কর্মীদের হাতে আসে। ভিডিওতে দেখা যায়, অফিসের চেয়ারে বসে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্যে ধূমপান করছেন তারেক বিন ইসলাম। এ সময় তার সামনে ছিলেন দুজন সেবাগ্রহীতা নারী। তিনি এক হাতে সিগারেট টানছেন, অন্য হাতে ফাইল সই করছেন। প্রতিদিনই সরকারি অফিসে বসে একের পর এক ধূমপান করেন এ কর্মকর্তা। মূলতঃ অফিসের বড় কর্মকর্তা হিসেবে অফিসে বসেই ধূমপান করেন তিনি। এতে দুর্গন্ধে তার কক্ষে যাওয়া কষ্টকর সেবাগ্রহীতাদের। অফিসে যত লোকই থাকুক না কেনো- তিনি সবার সামনেই ধূমপান করেন বলে জানান সেবাগ্রহীতারা।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।