আজকের প্রভাত ডেস্ক:
এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো। ফলে এখন থেকে ফের সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা।
খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল বলেন, ‘এখন কোনও সমস্যা না থাকায় সাজেক উন্মুক্ত করে দেয়া হয়েছে।’
উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়ি-বাঙালিদের মধ্যে সহিংসতার ঘটনায় বন্ধ হয়ে যায় সাজেকসহ খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।