বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ, ১৪৩১

অবৈধ অভিবাসীদের নিয়ে সামরিক বিমান অমৃতসরে অবতরণ

admin
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক
অবৈধ ভারতীয় অভিবাসীদের নিয়ে মার্কিন সামরিক বিমানটি বুধবার বিকেলে অমৃতসরে অবতরণ করেছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর দেশটি থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়নের উদ্যোগ নেয়। সংবাদ সংস্থা সুত্রে খবর, ১০৪ জন ভারতীয় অভিবাসী এদিন ফেরত এসেছেন। তবে বিতাড়িতদের সংখ্যা আনুষ্ঠানিকভাবে এখনও জানান হয়নি। জানা গিয়েছে, ফ্লাইটে থাকা মোট ৩০ জন অভিবাসী পাঞ্জাবের বাসিন্দা। আরও, ৩৩ জন হরিয়ানা এবং গুজরাটের, তিনজন মহারাষ্ট্র ও উত্তর প্রদেশের এবং দুজন চণ্ডীগড়ের বাসিন্দা।
বুধবার দুপুর ১.৫৫ মিনিটে পাঞ্জাব পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে মার্কিন বিমানটি অমৃতসরে্র শ্রী গুরু রাম দাসজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। উল্লেখ্য, মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা নিশ্চিত করেছিলেন যে, ভারতীয় অভিবাসীদের বহনকারী একটি সি১৭ বিমান ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে। পাঞ্জাবের এনআরআই বিষয়ক মন্ত্রী কুলদীপ সিং ধালিওয়াল মার্কিন সরকারের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে বলেছেন যে, এই ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে অবদান রেখেছেন। তাই তাদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া উচিত ছিল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের ঠিক এক সপ্তাহ আগেই প্রথম দফায় এই অভিবাসীদের ফেরত পাঠানো হল। আগামী ১৩ ফেব্রুয়ারি ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠক হওয়ার কথা। ঐদিন তাদের এক নৈশভোজে মিলিত হবারও কথা রয়েছে।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।