ঢাকা, ২০ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) ২০২৫
গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। উক্ত অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন রায়, সিনিয়র সহকারী সচিব, জ্বালানি খনিজ বিভাগ এর নেতৃত্বে গত ১৯ ফেব্রুয়ারী (বুধবার) ২০২৫ তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর জোবিঅ-আশুলিয়ার আওতাধীন তাঁজপুর, ধনাইদ, ইউসুফ মার্কেট, আশুলিয়া, সাভার, ঢাকা এলাকার ০৪টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদের জন্য অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনুমানিক ০৩ কিলোমিটার অবৈধ বিতরণ লাইনের ৬০০ টি অবৈধ আবাসিক গ্যাস বার্নার বিচ্ছিন্ন করাসহ ৫০০ মিটার অবৈধ লাইন পাইপ অপসারণ করা হয়। এ সময় অবৈধ গ্যাস ব্যবহার করার কারণে ০২ টি পৃথক মামলায় সর্বমোট ৪০,০০০ টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য, উক্ত অভিযানে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদের বিপরীতে ১,০০,৮০০ ঘনফুট (দৈনিক ভিত্তিক) গ্যাস সাশ্রয় হয়েছে এবং সাশ্রয়কৃত গ্যাসের আনুমানিক মূল্য (দৈনিক ভিত্তিক) ৫১,৩৭৮ টাকা।
তিতাস গ্যাসের হেমায়েতপুর, সাভার, ঢাকা এলাকায় কালাম ফ্যাশন এন্ড ক্লিন নামীয় একটি কারখানায় অবৈধভাবে গ্যাস ব্যবহার পরিলক্ষিত হওয়ায় অবৈধ গ্যাস সংযোগটি অপসারণ করত কিল করা হয়েছে যার মাসিক লোড= ২৫,৪৪৫ ঘনমিটার ও মাসিক ক্ষতি = ৭,৭৬,০৭৩/- টাকা।
এছাড়া, একই দিনে তিতাস গ্যাসের জোবিঅ-টংগীর আওতাধীন বিভিন্ন এলাকায় জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ এর নের্তৃত্বে তিতাস এর গ্রাহক নয় এমন ০৪ টি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হলেও ০২টি প্রতিষ্ঠানে অবৈধভাবে গ্যাস ব্যবহার পরিলক্ষিত হয়। মোহাম্মদীয়া ইয়ার্ন ডাইং নামক একটি কারখানায় অভিযান পরিচালনা করার সময় ০১ টি ৫০০ কেজি বয়লার ও ২ টি ড্রায়ারে ( মোট ঘন্টাপ্রতি লোড ২০০০ ঘনফুট) এ অবৈধভাবে গ্যাস ব্যবহার পরিলক্ষিত হাওয়ায় সংযোগটি বিচ্ছিন্ন করা সহ উৎস পয়েন্ট হতে কিল করা হয়েছে। উক্ত কারখানাটির মালিককে নগদ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোহাম্মদীয়া কালার ট্রেডিং নামক একটি কারখানায় অভিযান পরিচালনা করার সময় ০১ টি ৩০০ কেজি বয়লার ( মোট ঘন্টাপ্রতি লোড ৯০০ ঘনফুট) এ অবৈধভাবে গ্যাস ব্যবহার পরিলক্ষিত হাওয়ায় সংযোগটি বিচ্ছিন্ন করা সহ উৎস পয়েন্ট হতে কিল করা হয়েছে। উক্ত কারখানাটির মালিককে নগদ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও, অবৈধভাবে বাসাবাড়িতে ১২ টি ডাবল চুলায় গ্যাস ব্যবহার করায় একজনকে নগদ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর আঞ্চলিক রাজস্ব শাখা – ভালুকা ও জোবিঅ- ভালুকা শেখ শাহরিয়ার আহমেদ, সহকারী ব্যবস্থাপকের নেতৃত্বে ০১টি আবাসিক অবৈধ/অনুমোদন অতিরিক্ত স্থাপনার ১২টি ডাবল বার্ণারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৯৭টি শিল্প, ১১৯টি বাণিজ্যিক ও ২৫,৩০৫টি আবাসিকসহ মোট ২৫,৬২১টি অবৈধ গ্যাস সংযোগ ও ৫৯,৬১৪টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। উক্ত অভিযানসমূহে ১২৬ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।