ঢাকা, ২৬ ফেব্রুয়ারী (বুধবার) ২০২৫
তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গত ২৫ ফেব্রুয়ারী (মঙ্গলবার) ২০২৫ তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর আওতাধীন মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-৬-এর মিরপুর এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে। অভিযানে ডেনা ওয়াশিং প্লান্ট, প্লট নং ১-২৫,২৬,২৭, এ বি নিউ ২ ব্লক ডি, সেকশন ১২, নিহানিক্সাস লন্ড্রি হাউস, ৬৯, পলাশনগর, মিরপুর-১১, Twilon Washing ও জনাব জাহাঙ্গীর নামক মালিকের একটি ওয়াশিং কারখানাসহ মোট ৪টি প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। উক্ত প্রতিষ্ঠান হতে ১৪টি ডায়ার, ০৪টি বয়লারের বিভিন্ন ব্যাসের লাইন পাইপ ২৫৭ ফুট, ৩/৪” বল বাল্ব ২ টা, রেগুলেটর ১ টা ২” ক্ল্যাম্প একটা, কম্প্রেশর ২ টা, মটর ১ টা জব্দ করা হয়েছে। এ সময় অবৈধ গ্যাস ব্যবহারকারী হতে ৳৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর আওতাধীন জোবিঅ-এনায়েতনগর -কাশীপুর, আবিবি-নারায়ণগঞ্জ-এ অবৈধ গ্যাস ব্যবহারের জন্য ০২ টি ও অনুমোদন অতিরিক্ত স্থাপনায় গ্যাস ব্যবহারের জন্য ০৫ টি সহ মোট ০৭ টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ২৫ টি ডাবল বার্নার ও ০৪ টি অবৈধ চুলাসহ মোট ২৯টি চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এছাড়া একই দিনে জনাব নাঈমা খান বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর আওতাধীন জোবিঅ-জয়দেবপুরের টেকনগপাড়া, বাসন, গাজীপুর এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করায় ০১ টি ডায়িং ফ্যাক্টরিকে ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) জরিমানা করা হয়েছে। এ সময় অবৈধভাবে স্থাপিত আনুমানিক ৩/৪” ব্যাসের ৩০০ মিটার পিভিসি পাইপ লাইন উত্তোলন / জব্দ করা হয়েছে। এছাড়া অপর ০২ টি ডায়িং ফ্যাক্টরির অবৈধ সংযোগ কিল করা হয়েছে।
এছাড়াও তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর উপমহাব্যবস্থাপক ভিজিল্যান্স ( নারায়ণগঞ্জ) নেতৃত্বে ভিজিল্যান্স ডিভিশন ( ঢাকা) এর টিম ও মেট্রো-উত্তর . টিম এর সমন্বয়ে মিটারে অবৈধ হস্তক্ষেপের কারণে খন্দকার সিএনজি-উত্তরা এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।