আজকের প্রভাত ডেস্ক:
কুমিল্লায় অস্ত্রসহ সাইফুল ইসলাম আরিফ (২৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। রোববার রাতে শহরতলীর ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সেনাবাহিনী ২৩ বীর-এর নেতৃত্বে যৌথবাহিনীর এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ১টি ওপেন বোল্ট শটগান, ২টি দা, ৬টি ধারালো ছুরি এবং ১টি স্মার্টফোন উদ্ধার করা হয়। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, অস্ত্রধারী আরিফ বিভিন্ন সময় সহিংস কর্মকাণ্ডসহ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
Please follow and like us:
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।