আজকের প্রভাত ডেস্ক:
আওয়ামী দোসরদের বিশৃঙ্খলার কারণেই শিল্পকলার নাটক বন্ধ করতে বলা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজনের দেয়া পোস্ট থেকে এই পরিস্থিতির সৃষ্টি জানিয়ে তিনি বলেন, দর্শকদের নিরাপত্তার কথা ভেবে উদ্ভূত পরিস্থিতিতে নাটক বন্ধ করতে হয়েছে। রোববার (৩ নভেম্বর) সকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন তিনি। এ সময় তিনি বলেন, সংস্কৃতি চর্চার জন্য এমন পরিস্থিতি শঙ্কার।
তবে, সংস্কৃতি চর্চার আন্দোলন অব্যাহত রাখার যুদ্ধের ছোট একটি অংশে হেরে গেলেও যুদ্ধ এখনও অনেক বাকি বলে জানান ড. সৈয়দ জামিল আহমেদ। বৃহত্তর সেই যুদ্ধে জয়লাভের আশা প্রকাশ করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক। সংবাদ সম্মেলনে দর্শক ও সংস্কৃতি কর্মীদের পাশে থাকার আহ্বান জানান তিনি। দায়িত্ব নেয়ার পরে গত দুই মাসে যেসকল পদক্ষেপ নেয়া হয়েছে তার বর্ণনাও দেন ড. সৈয়দ জামিল আহমেদ। এর আগে গতকাল, দেশ নাটকের সিনিয়র সদস্য এহসানুল আজিজ বাবু ছাত্র আন্দোলনের সময় ফেসবুকে ছাত্র আন্দোলন বিরোধী পোস্ট দেয়ায় তার প্রতি আন্দোলনকারীরা ক্ষুব্ধ ছিলেন। তার নাটক মঞ্চায়িত হচ্ছে এমন খবরে শিল্পকলার বাইরে অবস্থান নেয় বিক্ষুব্ধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নাটক বন্ধের নির্দেশ দেন একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ।