আজকের প্রভাত ডেস্ক:
আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত রাখা চেয়ে হাইকোর্টে রিট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। সোমবার সকালে এ রিটটি দায়ের করেন তারা।
রিটকারীদের আইনজীবী আহসানুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আগামীকাল মঙ্গলবার শুনানির জন্য কার্যতালিকায় আসবে।’
উল্লেখ্য, এর আগে গত ৫ই অগাস্ট সরকার পতনের পর আওয়ামী লীগ নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে রিট আবেদন করেছিলেন আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া নামের এক আইনজীবী।
বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে রিটটি দায়ের করা হয়েছিল। তবে, সেই রিটটি সরাসরি খারিজ করে দিয়েছিলেন হাইকোর্টের বেঞ্চ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।