ক্রীড়া প্রতিবেদক : এএফসি কাপে এবার নিজেদের মাঠে আইজল ফুটবল ক্লাবকে মোকাবেলা করবে স্বাগতিক ঢাকা আবাহনী লিমিটেড। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ভারতের আই লিগের এই ক্লাবকে তাদের মাঠেই ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। আর এটি ছিল চলতি এএফসি কাপে আকাশি নীল জার্সিধারীদের প্রথম জয়।
‘ই’ গ্রুপে ফিরতি ম্যাচে আগামীকাল বুধবার বিকাল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের আইজল এফসির মুখোমুখি হবে বাংলাদেশ ঢাকা আবাহনী। এই ম্যাচে হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে পুর্ণ ৩ পয়েন্ট অর্জন করতে চায় স্বাগতিক দল। আবাহনীর কোচ সাইফুল বারী টিটু কথায় পরিষ্কার সেটি।
মঙ্গলবার বাফুফে ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে টিটু বলেন, আইজলের বিপক্ষের দুটি ম্যাচকে আমরা ঘুরে দাঁড়ানোর ম্যাচ হিসেবে দেখেছি। একটা ম্যাচে ভাল ফল করলে স্বাভাবিকভাবেই একটা আত্মবিশ্বাস চলে আসে। আর সেটাই অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। তাই আমি এ কদিন সেটপিস, ডিফেন্সের চাইতে খেলোয়াড়দের মানসিকতা নিয়ে বেশি কাজ করেছি। কারণ, ব্যবধান যাই হোক, আমাদের দরকার ৩ পয়েন্ট।
দলের প্রস্তুতি সম্পর্কে সাইফুল বারী টিটু বলেন, গুয়াহাটি থেকে ফেরার পর অনুশীলনে বিচ্যুতি ঘটেছে। বিশেষ করে পহেলা বৈশাখের কারণে আমাদের প্রস্তুতিতে একটু বিঘ্ন ঘটেছে। তবে সেটাকে কোন অজুহাত হিসেবে দাঁড় করাতে চাইছি না। খেলোয়াড়রা প্রতিশ্রুতিবদ্ধ। দলের সবাই মানসিকভাবে অনেক ভাল অবস্থায় আছে।
আবাহনীর ভারপ্রাপ্ত অধিনায়ক শহীদুল আলম সোহেল বলেন, আমাদের প্র্যাকটিস যেমন হয়েছে সে অনুযায়ি ফলাফল ভাল হবারই কথা। টিটু ভাই সেটপিস, কর্নার কিক নিয়ে অনেক কাজ করেছেন। গত ম্যাচটার মতো যদি আগে গোল পাই, তাহলে তিন পয়েন্ট নিশ্চিত করা সহজ হবে।
অপরদিকে ভারতের আইজল এফসির কোচ সন্তোষ কেসা বলেন, আমরা আগের ম্যাচগুলো হারলেও সেগুলোতে ডমিনেট করে খেলেছি। শেষ ম্যাচেও কিন্তু আবাহনীর বিপক্ষে পুরো দ্বিতীয়ার্ধ প্রাধান্য বিস্তার করে খেলেছি। দলের তরুণ ফুটবলারদের জন্য ম্যাচটা একটা বড় সুযোগ। আশা করছি একটা উপভোগ্য ম্যাচ হবে।
অধিনায়ক আলফ্রেড বলেন, আমাদের দলটা তারুণ্য নির্ভর, যা কোচ ইতোমধ্যে বলেছেন। আবাহনী ভালো এবং ঐতিহ্যবাহী দল। তবে আমাদের একমাত্র লক্ষ্য থাকবে নিজেদের সর্বোচ্চ দিয়ে জয় আদায় করে নেয়া।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে স্কুল ছাত্র-ছাত্রীদের জন্য আইডি কার্ড প্রদর্শন সাপেক্ষে স্টেডিয়ামের গ্যালারির ৫ নম্বর গেট উন্মুক্ত রাখা হবে।