ক্রীড়া প্রতিবেদক : আগামী ২ মে থেকে ১৫টি দেশ নিয়ে থাইল্যান্ডে শুরু হবে এএফসি নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ-২০১৮। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল। এখানেও যথারীতি বাংলাদেশ দলের পৃষ্ঠপোষকতায় রয়েছে ওয়ালটন গ্রুপ। রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফে সদস্য, মহিলা কমিটির চেয়ারম্যান ও ফিফার নির্বাচিত সদস্য মিস মাহফুজা আক্তার কিরণ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর , কোচ গোলাম রাব্বানী ছোটন, বাফুফের পিআরও আহসান আহমেদ অমিতসহ অন্যান্য কর্মকর্তাগণ। ১৫ টি দলকে চারটি গ্রুপে বিভক্ত করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ রয়েছে ‘বি’ । যেখানে তাদের প্রতিপক্ষ মালয়েশিয়া, ভিয়েতনাম ও চাইনিজ তাইপে। ‘এ’ গ্রুপে রয়েছে থাইল্যান্ড, হংকং, ইন্দোনেশিয়া ও ম্যাকাও। ‘সি’ গ্রুপে রয়েছে জাপান, চীন, বাহরাইন ও লেবানন। ‘ডি’ গ্রুপে রয়েছে ইরান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান। ২ মে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। ৪ মে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম। আর ৬ মে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ লড়বে চাইনিজ তাইপের বিপক্ষে। ২ মে থেকে ৭ মে পর্যন্ত হবে গ্রুপ পর্বের খেলা। ৯ মে হবে কোয়ার্টার ফাইনাল। ১০ মে হবে দুটি সেমিফাইনাল। ১২ মে তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল অনুষ্ঠিত হবে।
ফুটসাল টুর্নামেন্ট হবে ফাইভ-এ-সাইড টুর্নামেন্ট। পাঁচজন খেলোয়াড় খেলতে পারবেন মাঠে। যেকোনো সময় খেলোয়াড় বদল করা যাবে।
এই টুর্নামেন্টে অংশ নিতে আগামীকাল সোমবার থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করবে ২০ সদস্যের বাংলাদেশ দল। যেখানে ১৪ জন খেলোয়াড়। আর ৬ জন কোচ ও কর্মকর্তা।