ক্রীড়া প্রতিবেদক :বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের ব্যবস্থাপনায় ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ওয়ালটন জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতা। চারদিন ব্যাপী এই প্রতিযোগিতা (২৫ নভেম্বর) শনিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক হাসান উজ্জামান মনি, পৃষ্ঠপোষকতায় ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন),সহ অন্যান্যরা। সংবাদ সম্মেলনে জানানো হয় এবারের এই প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনীসহ দেশের বিভিন্ন জেলাসহ ৫৮টি মার্শাল আর্ট ক্লাব ও সংস্থার মোট ১ হাজার ২৫০ জন খেলোয়াড় অংশগ্রহণ করবে। এবারের এই মার্শাল আর্ট প্রতিযোগিতায় এশিয়ান গেমসের ডিসিপ্লিন ‘‘জুজিৎসু, পেনচাক সিলাত, কোরাশ, স্যাম্বো’সহ কারাতে, কুংফু, ভবিনাম, খিউকুশীনকাই, আত্মরক্ষা, শক্তিমত্তা প্রদর্শনী, অস্ত্রশস্ত্র ক্যাটাগোরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় যারা ভালো করবে তারা ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া শেখ কামাল স্মৃতি আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। যেখানে ৩০টি দেশ অংশ নিবে। প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগোরিতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক দেওয়া হবে। ২২ নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ মার্শাল আর্ট তথা জুডো ও কারাতের প্রতিষ্ঠাতা ও প্রবর্তক আওলাদ হোসেন, ২৩ নভেম্বর থাকবেন বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ২৪ নভেম্বর উপস্থিত থাকবেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান, এমপি।