ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ওয়ালটন প্রথম জাতীয় মহিলা সফটবল প্রতিযোগিতা-২০১৭। আগামীকাল বৃহস্পতিবার সকালে ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শুরু হবে এই প্রতিযোগিতা। শনিবার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে প্রথমবারের মতো আয়োজিত এই সফটবল টুর্নামেন্ট। বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, ওয়ালটন প্রথম জাতীয় মহিলা সফটবল প্রতিযোগিতার টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান একেএম মিজানুর রহমান ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক আজম আলী খান, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), এটিএন বাংলার উপদেষ্টা মীর মোতাহার হাসান। সংবাদ সম্মেলনে জানানো হয়, ওয়ালটন প্রথম সফটবল প্রতিযোগিতায় ৮টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। ক গ্রুপে রয়েছে বাংলাদেশ পুলিশ, নড়াইল জেলা, গাজীপুর জেলা ও ঢাকা জেলা। আর খ গ্রুপে রয়েছে বাংলাদেশ আনসার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, এএসএসপি সিরাজগঞ্জ ও ঢাকা কর্মাস কলেজ। দুই গ্রুপ থেকে সেরা চারটা দল সেমিফাইনাল ও দুটি দল ফাইনাল খেলবে। চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ট্রফি দেওয়া হবে। এ ছাড়া পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানওয়ালটন গ্রুপের পক্ষ থেকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের প্রত্যেক খেলোয়াড়কে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।