ক্রীড়া প্রতিবেদক : সাবেক সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি খাজা রহমতউল্লাহকে স্মরণ রাখতে দুটি উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। সোমবার থেকে শুরু হওয়া ক্লাব হকির নামকরণ করা হয়েছে গত ২৪ অক্টোবর ইন্তেকাল করা ফেডারেশনের এই কর্মকর্তার নামে। পাশাপাশি মওলানা ভাসানী স্টেডিয়ামের ভিআইপি গ্যালারির একটি অংশও তার নামে করার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।
রোববার ক্লাব কাপ হকি উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক বলেন, নির্বাহী কমিটির সভায় আমরা দুটি সিদ্ধান্ত অনুমোদন করিয়েছি। এখন থেকে এই টুর্নামেন্ট খাজা রহমতউল্লাহর নামেই হবে। আর ভিআইপি গ্যালারিও তার নামে করা হবে। মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ঊষা ক্রীড়া চক্রকে ছাড়াই শুরু হচ্ছে এবারের ক্লাব কাপ হকি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সোমবার বিকেল ৫টায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও বাংলাদেশ পুলিশ।
এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে মাত্র ছয়টি দল। ‘ক’ গ্রুপে আবাহনী ও বাংলাদেশ পুলিশের সঙ্গী সোনালী ব্যাংক। ‘খ’ গ্রুপের তিন দল হচ্ছে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব, অ্যাজাক্স এসসি ও ভিক্টোরিয়া এসসি।