আজকের প্রভাত ডেস্ক
রাজধানীর কাওরানবাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে জড়ো হয়ে আজও বিক্ষোভ করছেন একদল মানুষ। এর আগে রোবববার
দুপুরের পর থেকে একদল লোক প্রথম আলোর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান দেন। তারা সেখানে গরু জবাই করে ‘জিয়াফতের’ আয়োজনও করেছিল। তাদের অবস্থানের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। অবস্থানকারীদের সরিয়ে দিতে তারা বার বার কথা বলেন। কিন্তু অবস্থানকারীরা সেখানে রান্না করে খাওয়া-দাওয়া করে সরে যাবেন বলে জানান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধ না শোনায় সন্ধ্যার পর টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে অবস্থানকারীদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। এসময় একটি শিশুকে আহত হতে দেখা যায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।