শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ, ১৪৩১
আজকের সর্বশেষ সবখবর

আধুনিকায়নে ডিজিটাল স্বাক্ষর (ই-সাইন) সেবার মাধ্যমে নিশ্চিত করা সম্ভব: ভূমি সচিব

Omar Faruk
নভেম্বর ১২, ২০২৪ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ভূমি মন্ত্রণালয়ের এলাম্‌স কর্মসূচি কর্তৃক আয়োজিত ডিজিটাল স্বাক্ষর (ই-সাইন) বিষয়ক এক কর্মশালায় ভূমি সিনিয়র সচিব

ডিজিটাল স্বাক্ষর ব্যবহারে ই-সেবা বা ই-কার্যক্রমের তথ্য বা ডকুমেন্টের নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা সম্ভব।

ঢাকা, ১২ নভেম্বর ২০২৪:

ভূমি সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, ডিজিটাল স্বাক্ষর ব্যবহারের মাধ্যমে ই-সেবা বা ই-কার্যক্রমের তথ্য বা ডকুমেন্টের নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা সম্ভব হয়, অন্যথায় সাইবার নিরাপত্তার অভাবে ডিজিটাল কার্যক্রম বা ট্রানজেকশনসমূহ হুমকির সম্মুখীন হতে পারে। বিগত সরকারের সময় জাতীয় পরিচয় পত্রের তথ্যসমূহ বেহাত হয়েছে বলে খবর বেরিয়েছে। এ বিষয়টি নাগরিকদের জন্য বিরাট হুমকি। তিনি আজ ভূমি ভবনের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয়ের এলাম্‌স কর্মসূচি কর্তৃক আয়োজিত ডিজিটাল স্বাক্ষর (ই-সাইন) বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ কর্মশালায় ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ ইব্‌রাহিম , ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুস সবুর মন্ডল, অতিরিক্ত সচিবগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ যোগদান করেন।

কর্মশালায় জানানো হয়, বর্তমানে ডিজিটাল স্বাক্ষর ব্যবহার অপরিহার্য হয়ে পড়েছে। কারণ ডিজিটাল স্বাক্ষর একটি ক্রিপ্টোগ্রাফিক কৌশল যা ডিজিটাল তথ্যের বিষয়গুলো নিশ্চিত করে। যেমন, অনলাইন কার্যক্রমে অংশগ্রহণকারীদের (প্রেরক ও প্রাপক) পরিচিতি, তথ্যের গোপনীয়তা নিশ্চিতকরণ, প্রেরক ও প্রাপক ডকুমেন্ট প্রেরণ ও প্রাপ্তিতে অস্বীকার করতে না পারা।সভায় আরো জানানো হয়, বিভিন্ন প্রতিষ্ঠান ডিজিটাল স্বাক্ষরের ব্যবহার শুরু করেছে। যেমন, রেজিস্টার জয়েন্ট স্টক কোম্পানি, পেশাদার সংগঠনসমূহ, সমিতি ও অংশীদারী কারবার নিবন্ধন, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, পররাষ্ট্র মন্ত্রণালয়, সেন্ট্রাল ডিপোসিটোরি বাংলাদেশ লি:, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিটি ইউনিভার্সিটির একাডেমিক সার্টিফিকেট সাইনিং।

ভূমি সিনিয়র সচিব বলেন, পৃথিবীতে যত তথ্য প্রযুক্তির জ্ঞানের পরিধি বাড়ছে, একটি শ্রেণি তত ফাঁক-ফোকর দিয়ে জালিয়াতি করে জন নিরাপত্তার বিঘ্ন ঘটাচ্ছে।তিনি ভূমি ব্যবস্থাপনাকে আধুনিকায়নে ডিজিটাল স্বাক্ষর ব্যবস্থার সহজ প্রশিক্ষণ পদ্ধতি উদ্ভাবন করে তা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, কর্মশালায় অংশগ্রহণকারীগণ ডিজিটাল স্বাক্ষর (ই-সাইন) এর ব্যবহার ও করণীয়, পিকেআই সিস্টেম, সংশ্লিষ্ট ধারা ও আইনের বিধিসমূহ সহ হাতে কলমে বিভিন্ন প্রায়োগিক দিক সম্পর্কে জানতে পারবে। এতে করে প্রাপ্ত লব্ধ জ্ঞানের মাধ্যমে দেশকে তথ্য প্রযুক্তি সমৃদ্ধ সমাজে রুপান্তরে সহায়ক হবে।

পরে ভূমি সিনিয়র সচিব ভূমি মন্ত্রণালয়ের ডিকেএমপি কর্মসূচি আয়োজিত কর্মশালা ও সকালে মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহের ১৩৯তম সভায় যোগদান করেন।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial