ক্রীড়া প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত ইসলামী ব্যাংক ৩১তম বাংলাদেশ আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতা শেষ দিনে বালক ও বালিকা বিভাগের একক ও দ্বৈতের ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরষ্কার বিতরন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সভাপতি বিটিএফ মো: শাহরিয়ার আলম, এমপি,ও টেনিস ফেডারেশনের সম্মানিত উপদেষ্টা আজমত মঈন, স্পন্সর প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মো: ইয়াহিয়া, শাহজালাল ইসলামী ব্যাংক লি: এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সামছুদ্দোহা শিমু, সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ সহ ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন । প্রতিযোগিতার ফলাফল : বালক এককের ফাইনালে ভারতের ঋষাভ শারদা সরাসরি ৬-০, ৬-১ গেমে স্বদেশী কারান শ্রীভাস্তাভকে পরাজিত করে চ্যম্পিয়ন হওয়ার গৌরব আর্জন করে। অপরদিকে বলিকা এককে চায়নার ওয়েনি জ্যাং ৬-৩, ৬-০ গেমে ভারতের রিদ্ধি শর্মাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বালক ও বালিকা দ্বৈতে ভারতের খেলোয়াড়বৃন্দ চ্যাম্পিয়ন ও রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। বালক দ্বৈতে কেভিন পাতেল ও আরিয়ান জাভের জুটি ৬-১, ৬-১ গেমে আমান পাতেল ও জয়েশভিন সিদানাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বালিকা দ্বৈতে ব্যানার্জী ও রাচাপুদি জুটি ৭-৬. ৬-২ পড়পস রমেশ ও সাইক জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ সহ অষ্ট্রেলিয়া, চায়না, চাইনিজ তাইপে, হংকং, ভারত, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, নেপাল, পোল্যান্ড, সিংঙ্গাপুর, শ্রীলংকা, থাইল্যান্ড, তুর্কমেনিস্তান ও যুক্তরাষ্ট্র হতে ৬৮ জন বালক ও ৩৮ জন বালিকাসহ মোট ১০৬ জন খেলোয়াড় অংশগ্রহন করে।