শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ, ১৪৩১

আন্তর্জাতিক হকি র‌্যাংকিংয়ে চার ধাপ উন্নতি বাংলাদেশের

editor
নভেম্বর ৮, ২০১৭ ১১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক : ৩২ বছর ঢাকার মাঠে হয়ে গেলো এশিয়া কাপ হকি। তাতে খেলে ষষ্ঠ স্থান অর্জন করেছিল বাংলাদেশ। স্থান নির্ধারণী ম্যাচে শক্তিশালী চীনকে নির্ধারিত সময়ে ৩-৩ গোলে রুখে দেওয়ার পর শুটআউটে ৪-৩ গোলে হারিয়ে জিমি-চয়নরা ম্যাচ জিতে নেয়। আর এই ম্যাচ জিতেই লক্ষ্য পূরণ হয়েছে বাংলাদেশের। আন্তর্জাতিক হকি র‌্যাংকিংয়ে (এফআইএইচ ) চার ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। অথচ দীর্ঘদিন ধরে ৩৪ তম স্থানে ছিল বাংলাদেশ। এশিয়া কাপ শেষে এফআইএইচ থেকে সর্বশেষ ঘোষিত র‌্যাংকিংয়ে মাহবুব হারুনের দল একলাফে উঠে এসেছে ৩০ তম স্থানে। বাংলাদেশের পয়েন্ট ২৯৮। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া ভারত রয়েছে র‌্যাঙ্কিংয়ের ষষ্ঠস্থানে। তাদের পয়েন্ট ১৪৬১। রানার্স-আপ মালয়েশিয়া উঠে এসেছে ১২তম স্থানে। তাদের পয়েন্ট ৯৭৫। ৮৯৫ পয়েন্ট নিয়ে পাকিস্তান রয়েছে ১৩তম স্থানে। কোরিয়া রয়েছে ১৪তম অবস্থানে। তাদের পয়েন্ট ৮৫৩। চীন রয়েছে ১৭তম স্থানে। আর ওমান রয়েছে র‌্যাঙ্কিংয়ের ৩২ এ।১৮৪৫ পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ১৮২৫ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া রয়েছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা বেলজিয়ামের পয়েন্ট ১৭৯০। ১৬৮৩ পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডস চতুর্থ আর ১৬০০ পয়েন্ট নিয়ে জার্মানি রয়েছে পঞ্চম স্থানে।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।