নিজস্ব প্রতিবেদক: ১৪ দলের ভেতরে কোন দ্বন্দ্ব নেই উল্লেখ করে ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বেশি মানুষ দেখে আবেগের বশে বেহুশ হয়ে যে কেউ মন্তব্য করতে পারেন। সেটা তার ব্যক্তিগত বিষয়। এর সাথে ১৪ দলের কোন সম্পর্ক নেই। আওয়ামী লীগ জনগণের ভোটেই বার বার নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে, কারো অনুকম্পায় নয়।
গতকাল জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর এক মন্তব্যের জবাবেই এ কথা বললেন স্বাস্থ্যমন্ত্রী। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে ইনু বলেছিলেন, ‘আপনি আশি পয়সা।
আর এরশাদ, দিলীপ বড়ুয়া, মেনন আর ইনু মিললে এক টাকা হয়। এটা সবাইকে মনে রাখতে হবে। আমরা যদি না থাকি, তাহলে আশি পয়সা নিয়ে রাস্তায় ফ্যা-ফ্যা করে ঘুরবেন। এক হাজার বছরেও ক্ষমতার মুখ দেখবেন না। জাসদকে দূর্বল ভাবার সুযোগ নেই।’
আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃংখলা কমিটির সভার শুরুতে মোহাম্মদ নাসিম সাংবাদিকদের আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে এখন ১৪ দলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। কোন বিভ্রান্তিমূলক কথা বলে নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করার সময় এটা নয়।