আজকের প্রভাত ডেস্ক
চিটাগং কিংসের স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা। লীগ পর্বের শেষ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে সানির বোলিং নিয়ে সন্দেহমূলক রিপোর্ট জমা দেন ওই ম্যাচের দুই অনফিল্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও শ্রীলঙ্কান রভেন্দ্র উইমালাসারি। এ বিষয়ে দৈনিক মানবজমিনকে নিশ্চিত করেছেন বিপিএল টেকনিক্যাল কমিটির প্রধান রকিবুল হাসান।
রকিবুল বলেন, ‘লীগ পর্বের শেষ ম্যাচের পর আম্পায়াররা সানির বোলিং নিয়ে রিপোর্ট দিয়েছে। এখন এটা আমাদের বোলিং সাসপেক্ট কমিটির কাছে গেছে, ৭দিনের মধ্যে সানিকে পরীক্ষা দিতে হবে। রেজাল্ট আসার আগ পর্যন্ত তার খেলায় বাধা নেই। গতকালের মতো আগামীকালও সে খেলতে পারবে।’ তবে ঠিক কবে পরীক্ষা হবে সেটা ঠিক হয়নি।
এর আগে একই দলের আলিস আল ইসলামের বোলিং নিয়েও সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। চট্টগ্রামে সন্দেহ প্রকাশ করার পর ঢাকা ফিরে পরীক্ষা দেন আলিস। এতে পাশ করেন এই মিষ্ট্রি স্পিনার।