রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ, ১৪৩১

আল্লাহর গজব পড়ে না কেন এসব খুনীর উপর: আসিফ নজরুল

editor
জুন ২, ২০১৮ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: দেশে চলমান মাদক নির্মূল অভিযানে নিরপরাধ মানুষকে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পত্র-পত্রিকার থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে ব্যপাক সমালোচনা হচ্ছে। বিশিষ্ট জনেরাও এই নিয়ে বিভিন্ন কথা বলেছেন।
এবার এই হত্যাকাণ্ড নিয়ে নিজের ফেসবুক পেজ-এ স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।
তিনি বলছেন- মাদক ব্যবসায়ী সাজিয়ে হত্যা করা হয়েছে দু-সন্তানের পিতা একরামুলকে। অডিও টেপ পাওয়া গেছে বলে আমরা জেনেছি এই পাশবিক খুনের বিবরণ। বন্ধুকযুদ্ধের নামে সবার অলক্ষ্যে না জানি এমন কত হত্যাকাণ্ডের শিকার হয়েছে নিরীহ নিরপরাধ মানুষ!
এসব জঘন্যতম অপরাধের বিচার হয় না এদেশে। হবেও না হয়ত কখনো। অসহায়ের মতো আমিও আজকাল ভাবি, আল্লাহর গজব পড়ে না কেন এসব খুনীর উপর!

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।