বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ, ১৪৩১

আ.লীগ পালিয়েছে, হেফাজত পালায়নি

admin
অক্টোবর ২৩, ২০২৪ ১১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক: 

বাংলাদেশ হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, আমরা পালাইনি, পালিয়েছে ইতিহাসের গণহত্যাকারী, খুনি, জালিম শেখ হাসিনা ও দোষররা। হেফাজত কখনো পালিয়ে যাবে না। আগামী বাংলাদেশ পরিচালনা করবে হেফাজত।
বুধবার বিকালে বাংলাদেশ হেফাজত ইসলাম বোরহানউদ্দিন উপজেলা শাখার আয়োজনে মহাসম্মেলনে স্থানীয় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন মামুনুল হক।
তিনি বলেন, ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বিনাকারণে গুলি করে পাখির মতো মানুষ হত্যা করেছে। বিশেষ করে ২০১৩ সালের ৫ ও ৬ মে শাপলা চত্বরে রাতের আঁধারে ইলেকট্রিসিটি বন্ধ করে নবীপ্রেমিক মুসলমানদের প্রার্থনারত অবস্থায় গুলি করে হত্যা করেছে ওই জালিম সরকার। বর্তমানে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠিত হয়েছে শাপলা চত্বরের খুন, চট্টগ্রামের হাটহাজারীর খুন, ২৪ সালের ছাত্র-জনতা খুনসহ সব খুনের বিচার করা হবে এ বাংলার মাটিতে।
বর্তমান শিক্ষা ব্যবস্থা সম্পর্কে মামুনুল হক বলেন, শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো ছলচাতুরি বরদাশত করা হবে না। হেফাজত অনেক বিষয়ে ছাড় দিতে পারে কিন্তু আগামী প্রজন্মের শিক্ষার্থীদের ইমান হরণ করার চেষ্টা করা হলে তাদের চেয়ে কঠোর আর কেউ হবে না। এ দেশে ইসলামবিরোধী কোনো নাস্তিক্যবাদী চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না।
সম্মেলনে মাওলানা মামুনুল হক বলেন, বাংলাদেশকে ইসলামশূন্য করতে নানা ষড়যন্ত্র চলেছে। ২৪ এর জুলাই বিপ্লবের চেতনাকে নস্যাৎ করারও ষড়যন্ত্র চলছে।
তিনি বলেন, জুলাই বিপ্লবের অভূতপূর্ব ঐক্য বিনষ্ট করতে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশের শত্রুরা বিদেশের মাটিতে বসে আবার ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে।
হেফাজত ইসলাম ভোলা জেলা শাখার সভাপতি মাওলানা আনসার সাহেবের সভাপতিত্বে মহাসম্মেলনে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল হামিদ পীর, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ প্রমুখ।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।